
নিজস্ব প্রতিবেদন ঃ অসহায় মানুষের মুখে অন্ন তুলে দিলো শিলিগুড়ি এন্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।বৃহস্পতিবার রাম নবমী উপলক্ষে ১১৫ জন মানুষের হাতে লুচি ,ঘুগনি ,পনিরের সবজি , মিষ্টি তুলে দেওয়া হয় । এইসব রান্না করা খাবার এন্ড স্মাইল পরিবারের হাতে তুলে দিলেন শিলিগুড়ি দেশবন্ধু পাড়া থেকে সোহান রানা।সমাজসেবী নবকুমার বসাক এখবর জানিয়েছেন।
