
নিজস্ব প্রতিবেদন ঃ ক্যান্সার আক্রান্তদের জন্য চুল দান করে নজির গড়লো ১৭ বছরের কিশোরী রাখাশ্রী দাস।তার বাড়ি কোচবিহারের বক্সিরহাটে।বহু দিন ধরেই তাঁর মনে ইচ্ছে ছিলো ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াবে। কিন্তু কিছুতেই চুল বড় করে উঠতে পারছিল না সে।কমপক্ষে ১২ ইঞ্চির ওপর চুল দিতে হবে বলে সে শুনেছিল।শেষমেষ ১৪ ইঞ্চি পর্যন্ত চুল বড় করতে পেরে শুক্রবার রাখাশ্রী যোগাযোগ করে কোচবিহারের আস্থা ফাউন্ডেশনের সঙ্গে। এদিনই সে চুল দান করে। তার চুল পাঠানো হবে মুম্বাইতে যাতে তা ক্যান্সার আক্রান্তদের কাজে আসে।ভবিষ্যতে এভাবে ক্যান্সার আক্রান্তদের জন্য এভাবে আরও চুল দান করতে চায় এই কিশোরী।তাঁর এই মনোভাবে খুশি অনেকেই।
