ঐতিহ্য মেনে বাংলা ক্যালেন্ডার তৈরি করছেন এই ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদন ঃ  আর মাত্র কদিন। তারপরই বাংলা ক্যালেন্ডার থেকে বিদায় নেবে আর একটি বছর,১৪২৯। শুরু হতে চলেছে নতুন একটি বছর ১৪৩০ বঙ্গাব্দ। বাংলার এই নিজস্ব বছরে বিশেষ ঐতিহ্য হলো ব্যবসায়ীদের হালখাতা এবং নতুন বাংলা ক্যালেন্ডার তৈরি। সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই বাংলা ক্যালেন্ডার তৈরির কাজ বন্ধ করে দিয়েছেন। কিন্তু এরমধ্যে ব্যতিক্রমও রয়েছে। এমনই একজন হলেন শিলিগুড়ি হায়দরপাড়া বাজারের ব্যবসায়ী প্রতাপ কর্মকার। তিনি হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক। প্রতাপবাবু একজন স্বর্ন ব্যবসায়ী।তিনি জানালেন,ঐতিহ্য মেনে তিনি হালখাতা করছেন এবং বাংলা ক্যালেন্ডার ছাপছেন। তিনি তাঁর ভাই অনন্ত কর্মকারকে সঙ্গে নিয়ে এই কাজটি করে চলেছেন নিঃশব্দে। বাংলার ঐতিহ্য বজায় রাখতে ব্যবসায়ীদের কাছে তিনি নববর্ষে বাংলা ক্যালেন্ডার তৈরির আবেদন জানিয়েছেন।