
নিজস্ব প্রতিবেদন ঃ শনিবার শিলিগুড়ি শহরে এসে পৌছেছেন মোহনবাগান সচিব দেবাশীষ দত্ত।
রবিবার শিলিগুড়িতে উদ্বোধন হবে মোহনবাগান অ্যাভিনিউয়ের। মোহনবাগান কর্মসমিতির সকলেই হাজির থাকবেন সেই অনুষ্ঠানে। ইস্টবেঙ্গলের শহর বলে পরিচিত শিলিগুড়ি।সেই শহরে মোহনবাগানের নামে রাস্তা আগে উদ্বোধন হওয়ায় বেশ খুশি মোহনবাগান দলের ফুটবল প্রেমীরা । শনিবার শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেবের সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করে মোহনবাগান ফুটবল সচিব দেবাশীষ দত্ত।তিনি বলেন, “এই শহরে আগে আমরা রাস্তা উদ্বোধন করলাম। শিলিগুড়ি শহরে মোহনবাগান ফ্যান ক্লাব রয়েছে, শিলিগুড়ি মেরিনার্স। ইতিমধ্যে গোটা শহরকে তারা সাজিয়ে তুলেছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে তারা ব্যানার টাঙিয়ে দিয়েছে। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর মোহনবাগানের এটাই প্রথম অনুষ্ঠান। তাই কোনওভাবেই অনুষ্ঠানে খামতি রাখতে নারাজ সেই ক্লাব। তাদের এই অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়েরাও থাকছেন। এছাড়া প্রাক্তন খেলোয়াড়রা উপস্থিত থাকবেন। আমন্ত্রণ জানানো হয়েছে শহরের প্রশাসনিক কর্তাদের। জেলাশাসক সহ এসজেডিএ চেয়ারম্যান, পুলিশ কমিশনার, মহকুমা পরিষদের সভাধিপতি সহ অন্যান্যরা থাকছেন।
