গোটা পৃথিবীর কাছে ক্ষমা ধর্মের বিরাট আলো দিয়ে গিয়েছেন যীশু খ্রীস্ট

  • নিজস্ব প্রতিবেদন ঃ  মানুষকে প্রেম ও শান্তির পথে নিয়ে যাওয়ার জন্য পৃথিবীতে এসে বার্তা দিয়ে গিয়েছিলেন প্রভু যীশু খ্রীস্ট।পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়া বা মানুষকে পাপমুক্ত করতে প্রভু যীশুখ্রীস্ট নিজে আত্মবলিদান করেছেন।ক্রুশে বিদ্ধ হওয়ার সময়ও তিনি তাঁর বিরুদ্ধে চক্রান্তকারীদের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন পরম ঈশ্বরের কাছে। অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং নৃশংস মৃুত্যর সময়ও তিনি প্রার্থনা করেছেন,হে ঈশ্বর, এরা জানে না, কি ভুল এরা করছে।এদের তুমি ক্ষমা করো।
    তাঁর সেই ক্ষমার ধর্ম গোটা পৃথিবীর কাছে এক আলোকবর্তিকা। এবারে ৭ ফেব্রুয়ারী গুড ফ্রাইডেতে প্রভু যীশুকে বিশেষ ভাবে কর্মসূচি নেওয়া হয়েছে। এরপর রয়েছে ইস্টার সানডে।শিলিগুড়ি শালবাড়ির বেথেল ইন্সটিটিউট অফ থিওলজিকাল স্টাডিজের অধ্যক্ষ রেভারেন্ড আই এস ওয়ালিং গুড ফ্রাইডের প্রাক মুহুর্তে এই বিশেষ দিনের তাৎপর্য ব্যাখা করার পাশাপাশি বলেছেন,গুড ফ্রাইডের দিন তাঁরা প্রভু যীশুকে বারবার স্মরন করার সময় উপবাসও করবেন।