মানবিক মুখ মুনমুন সরকারের

নিজস্ব প্রতিবেদন ঃ  শিলিগুড়ি এয়ারভিউ মোড়ের ট্যাক্সি স্ট্যান্ডের কাছে বুধবার সকালে এক যুবককে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।সেই যুবকের নাম জাকির হোসেন। বেশ কিছু দিন ধরে সেখানে অভুক্ত অবস্থায় সে ওই এলাকায় পড়েছিল।এদিন স্থানীয়দের কাছ থেকে খবরটি পান ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকার। খবর পেয়েই মানবিক মুখ নিয়ে মুনমুনদেবী তাঁর সঙ্গী অন্য মহিলা টোটো চালকদের নিয়ে এয়ারভিউ মোড়ে পৌঁছে যান। এরপর মুনমুনদেবীর তৎপরতায় সেই যুবককে ভর্তি করা হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। যদিও সেই যুবকের ঠিকানা এখনো জানা যায় নি।