যক্ষ্মা সচেতনতায় নাটক

নিজস্ব প্রতিবেদন ঃ  ডুয়ার্সের বানারহাট নিবাসী নার্স সোনালি সামন্ত সারা বছর ধরেই অসহায় অনগ্রসর মানুষদের সঙ্গে থাকেন।অসামান্য কাজের জন্য রাষ্ট্র পতি পুরস্কারও পেয়েছেন তিনি।এবার যক্ষ্মা সচেতনতায় একটি নাটকও লিখে ফেললেন সোনালিদেবী।সম্প্রতি নিউ ডুয়ার্স চা বাগানে বিশ্ব যক্ষ্মা দিবসের দিন সেই নাটক মঞ্চস্থ হয়।নাটকে অভিনয় করেছে উপাসনা মন্ডল,প্রিয়াঙ্কা প্রধান এবং অনুষ্কা গুহ।নাটকের কথা সোনালী সামন্ত, সুর মঞ্জু তামাং প্রসাদ ।