বৃত্তি পরীক্ষায় কৃতিদের সংবর্ধনা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদন ঃ  ২০২২ সালের চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা আগেই সম্পন্ন হয়েছিল। রবিবার উত্তরবঙ্গের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হল শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে।
সর্বমোট ১৩১ জন বৃত্তি প্রাপক ছাত্র-ছাত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের সম্পাদক তপন সামন্ত , বিশিষ্ট শিক্ষাবিদ ড. দূর্গাপ্রসাদ চক্রবর্তী , নাট্য ব্যক্তিত্ব পার্থ চৌধুরী ও পল্লব চক্রবর্তী সহ একাধিক গন্য-মান্য ব্যক্তিবর্গ ।সেই পরীক্ষায়
রাজ্য তথা কোচবিহারের প্রথম স্থানাধিকারী সৌমজিৎ পালের হাতে পুরস্কার তুলে দেন প্রখ্যাত শিক্ষাবিদ ড. দূর্গাপ্রসাদ চক্রবর্তী ।
অন্যান্য বৃত্তি প্রাপক শিক্ষার্থীদের সংবর্ধনা দেন অনুষ্ঠানের বিভিন্ন গুণীজন ।শিলিগুড়ি শাখার পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. বিকাশ দেব, শিক্ষক চিত্তরঞ্জন সরকার, শ্রীমতী মানি রায়, শিবাজি রায়, সুপ্রীতি পাল সহ আরো অনেকে।
অনুষ্ঠানের শেষে সভার সভাপতি অধ্যাপক ড. অসিত বরণ মন্ডল উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং স্বেচ্ছাসেবীদের ভূয়সি প্রসংশা করেন। তিনি বলেন, এই বৃত্তি পরীক্ষার বৃহৎ কর্মকান্ড যুগে যুগে সদর্পে এগিয়ে চলুক এবং এর শ্রীবৃদ্ধি হোক।