
নিজস্ব প্রতিবেদন ঃ গুড ফ্রাইডের পর রবিবার ছিলো ইস্টার সানডে।খ্রীষ্ট ধর্মাবলম্বী মানুষেরা এই দিনটিও বিশেষ শ্রদ্ধার সঙ্গে পালন করেন।তারা বিশ্বাস করেন, এই দিনে যীশু খ্রীষ্টের পুনরুজ্জীবন ঘটেছিল। এই বিশেষ দিনকে সামনে রেখে শিলিগুড়ি ইউনাইটেড ক্রিস্টিয়ান ফোরাম এবং বঙ্গীয় খ্রিস্টীয় পরিষদ এক শান্তি পদযাত্রার আয়োজন করে। সেই শান্তি পদযাত্রায় শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী এলাকার বহু খিষ্ট ধর্মাবলম্বী মানুষ অংশগ্রহণ করেন। সেই পদযাত্রা শিলিগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। সেই পদযাত্রার মাধ্যমে শান্তি এবং সৌভ্রাতৃত্ব সর্বত্র যাতে বজায় থাকে তার জন্য প্রার্থনা বা আবেদন করা হয় সর্বস্তরের মানুষের কাছে। শিলিগুড়ি ইউনাইটেড ক্রিস্টিয়ান ফোরামের তরফে সহ-সভাপতি কৌস্তব দত্ত রবিবার এই খবর জানিয়েছেন।

মাটিগাড়ায় ইস্টার সানডে
অনিন্দিতা চ্যাটার্জী:যথাযথ মর্যাদায় পালিত হলো ইস্টার সানডে। ইস্টার সানডে বা পবিত্র রবিবার হল খ্রিস্টিয় ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই দিনে মৃত্যুর বিরুদ্ধে যিশুখ্রিস্টের বিজয় উদযাপন করে। খ্রিস্টে বিশ্বাসীদের কাছে এটি পুরাতন জীবনের অবসানের পরে নতুন জীবনের শুরুর প্রতীক।
শিলিগুড়ি মহকুমার মাটিগাড়ার তেহলিয়া ওয়ারশিপ টিম এই দিনটিকে পালন করে ইস্টার সানডে হিসাবে।