নববর্ষ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত

নিজস্ব প্রতিবেদনঃআন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার তরফে শনিবার ১৪৩০ বঙ্গাব্দের শুরু বা নববর্ষ উপলক্ষ্যে একটি বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয় শিলিগুড়ি বিধান রোডের একটি হোটেলে।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতির বিশিষ্ট জনদের হাত ধরে সেই ক্রোড়পত্র প্রকাশিত হয়।
নববর্ষের উপর সতেরটি কবিতা, লেখা ইত্যাদি নিয়ে রঙ্গীন ক্রোড়পত্রটি উপস্থিত সকলের মন কেড়ে নেয়। সমিতির সম্পাদক সজল কুমার গুহ সংক্ষেপে সমিতির কার্যাবলী জানাতে গিয়ে বলেন যে আগামী দিনে বাংলা ভাষা ধ্রুপদী সন্মানের মর্যাদা পেতে চলেছে । বিষয়টি নিয়ে তাদের ধারাবাহিক কথা উল্লেখ করেন তিনি। শিলিগুড়ি শহর ও আশেপাশের এলাকায় কুড়িটি সাইনবোর্ডে বাংলা সংযুক্ত করার কথাও উঠে আসে। সেখানে
ভগবান গৌতম বুদ্ধের ওপর ইংরেজীতে একটি বই প্রকাশিত হয়।অধ্যাপক ডঃ রঘুনাথ ঘোষ, তাপস চট্টোপাধ্যায়,মলয় শঙ্কর ভট্টাচার্য ও আরও অনেক বিশিষ্ট জন সেখানে উপস্থিত ছিলেন। বুদ্ধদেবের জীবন, কর্ম দর্শন উপলব্ধি ইত্যাদি নিয়ে সবিস্তারে আলোচনা হয় পহেলা বৈশাখের এই পবিত্র দিনে। শিলিগুড়ি ছাড়া জলপাইগুড়ি শিবমন্দির থেকে অনেক সাহিত্য সংস্কৃতি প্রেমী মানুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

বিস্তারিত ভিডিও দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন