উত্তরের অভিযানের উদ্যোগে চম্পাসারিতে বিরাট রক্তদান শিবির

নিজস্ব প্রতিবেদন ঃ  উত্তরের অভিযানের উদ্যোগে এবং তরাই লায়ন্স ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় বিনামূল্যে বিরাট স্বাস্থ্য পরীক্ষা ও স্বেচ্ছায় রক্ত দান শিবিরের আয়োজন করা হয় রবিবার ।স্থান ছিলো শিলিগুড়ি চম্পাসরির শ্রীগুরু বিদ্যামন্দির ময়দান ।স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তথা পুরসভার মেয়র পরিষদ সদস্য দিলীপ বর্মন এই সামাজিক ও মানবিক কর্মসূচি সফল করতে বিশেষ প্রয়াস চালান বিগত কয়েকদিন ধরে।রক্তের সঙ্কট মেটাতে ওই মেগা রক্তদান শিবির। এর পাশাপাশি যোগাসন প্রতিযোগিতাও শুরু হয় সেখানে। অনুষ্ঠানের মাধ্যমে উত্তর বঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে বেডও দান করা হয়।কাউন্সিলর দিলীপ বর্মন জানিয়েছেন, এদিন তাঁরা তিনটি বৃক্ষরোপন করলেও আগামীতে শতাধিক বৃক্ষরোপন করা হবে। অনুষ্ঠানে মেয়র গৌতম দেব ছাড়াও মেডিকেলের ডিন ডাঃ সন্দীপ সেনগুপ্ত, অলোক চক্রবর্তী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-