
নিজস্ব প্রতিবেদন ঃ এবারে ৫ই মে গৌতম বুদ্ধের জন্মজয়ন্তী। এই বুদ্ধ জন্মজয়ন্তীকে সামনে রেখে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে টানা দুমাস ধরে বিভিন্ন সেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ময়নাগুড়ি বৌদ্ধ শান্তি বিহার ও সার্বজনীন বুদ্ধ জয়ন্তী উদযাপন কমিটি দুমাস ধরে ওইসব অনুষ্ঠানের আয়োজন করেছে যা বিভিন্ন মহলে সাড়া ফেলেছে। গৌতম বুদ্ধের মহান দর্শনকে সামনে রেখে ওইসব অনুষ্ঠানের আয়োজন। ময়নাগুড়ি হাসপাতালপাড়া বৌদ্ধ শান্তি বিহারে ওই অনুষ্ঠানগুলো হচ্ছে। গত ৪,৭, ১৬ ও ২৩ এপ্রিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। ১৮ জন চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য শিবিরগুলো অনুষ্ঠিত হয়। বহু মানুষ এর মাধ্যমে উপকৃত হন। ৯ এপ্রিল এ উপলক্ষে রক্তদান শিবিরও অনুষ্ঠিত হয়। ৩০ এপ্রিল ভগবান গৌতম বুদ্ধের ওপর বসে আঁকো ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশ্ব শান্তি, ঐক্য, মৈত্রী প্রচারে সান্ধ্য পরিক্রমা কর্মসূচি রয়েছে ৩মে। ৪ঠা মে বিশ্বকবি রবীন্দ্রনাথ, নজরুল ও শাস্ত্রীয় নৃত্য প্রতিযোগিতা আয়োজন কর্মসূচি। এরপর ৫ই মে বুদ্ধ জন্মজয়ন্তীর দিন সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান হবে। ময়নাগুড়ি বৌদ্ধ শান্তি বিহারের সম্পাদক চন্দন বড়ুয়া জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবারে আরো বড় করে অনুষ্ঠান হচ্ছে। ৫ই মে বুদ্ধ জন্মজয়ন্তীর দিন সমাজসেবীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। এইসব অনুষ্ঠানকে কেন্দ্র করে শুধু বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষরাই নন, অন্য ধর্মের বহু সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। গৌতম বুদ্ধের দর্শন বর্তমান পৃথিবীতে খুবই জরুরী। চারদিকে দুর্নীতি, হানাহানি, অশান্তি যেভাবে বাড়ছে সেই সময় গৌতম বুদ্ধের দর্শন ছাড়া গতি নেই। ময়নাগুড়ি বৌদ্ধ শান্তি বিহার ও সার্বজনীন বুদ্ধ জয়ন্তী উদযাপন কমিটি সেই দিকে তাকিয়ে গৌতম বুদ্ধের দর্শন প্রচার করার পাশাপাশি মানুষের স্বার্থে সেবামূলক যেসব কর্মসূচি চালিয়ে যাচ্ছে তারজন্য সকলেই তাদের উদ্যোগকে তারিফ করছেন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-