
নিজস্ব প্রতিবেদন ঃ আজ থেকে ২৫৬৭ বছর আগে পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন বিশ্বশান্তির মহান অগ্রদূত গৌতম বুদ্ধ। এই বৈশাখী পূর্ণিমা তিথিতেই তিনি বুদ্ধত্ব লাভ করেন।যিনি জ্ঞানী তিনিই হলেন বুদ্ধ। ভগবান গৌতম বুদ্ধ যেসময় আবির্ভূত হন সেই সময় পৃথিবীতে হানাহানি,জীব হত্যা,নর হত্যা এবং অরাজকতা চরম আকার ধারন করেছিলো।মানুষ চরম কুসংস্কার বা অন্ধকারে ডুবে গিয়েছিল। জাতিভেদ প্রথা ভয়াবহ আকার ধারন করেছিলো। সেই অবস্থায় কিভাবে শান্তি আসবে,কিভাবে মানুষ ভালো থাকবে তার সঠিক রাস্তা দেখিয়েছিলেন ভগবান গৌতম বুদ্ধ। আজ খবরের ঘন্টায় গৌতম বুদ্ধের দর্শন নিয়ে কিছু বক্তব্য মেলে ধরলেন শিলিগুড়ি হায়দরপাড়ার জ্ঞানজ্যোতি বিদর্শন ধ্যান আশ্রমের অফিস সম্পাদক তথা সমাজসেবী রাজু ওরফে খোকন বড়ুয়া।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—-