
নিজস্ব প্রতিবেদন ঃ আগামী ৫ ই মে বুদ্ধ জন্মজয়ন্তী। সেই দিন শুধু গৌতম বুদ্ধের জন্মই নয়,সেই দিনই তাঁর পরিনির্বাণ দিবস। আজকের অশান্তময় পৃথিবীতে গৌতম বুদ্ধের দর্শন খুবই প্রাসঙ্গিক। শিলিগুড়ি গুরুং নগরে পয়লা মে থেকেই কার্যত বুদ্ধ জন্মজয়ন্তী উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। গুরুং নগরে রয়েছে ডো গ্যাগ ছোয়ে খোরলিং গুম্বা। বহু প্রাচীন সেই বৌদ্ধ মঠ।ষাটের দশকে তা শুরু হয়।সেই বৌদ্ধ গুম্ফা বা মঠে গৌতম বুদ্ধের ওপর আলোচনা, তাঁর দর্শন প্রচারের জন্য পয়লা মে থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। ৫ মের আগে শোভাযাত্রাও বের হবে শহরে। শিলিগুড়ি বুদ্ধিস্ট এসোসিয়েশন পরিচালিত সেই বৌদ্ধ মঠের ধর্ম গুরু লোপেন ধেন্ডুপ শেরপা,সভাপতি ডি বি তামাং এবং সাধারণ সম্পাদক এম কে লামা জানিয়েছেন,পয়লা মে থেকে তাদের বৌদ্ধ গুম্ফায় পুরোদমে বৌদ্ধ ধর্ম গ্রন্থ পাঠ শুরু হয়ে যাবে।তাদের বার্তা হলো,চারদিকে সবাই শান্তি বজায় রাখুন। পাপ বা অন্যায় কাজ থেকে সবাই বিরত থাকুন।প্রানী হত্যা থেকে সবাই বিরত থাকুন। সবাই মিলে সৎ বা পুন্য কাজে মেতে উঠুন। আর মনকে সবসময় শুদ্ধ রাখুন। কাওকে আপনারা দুঃখ দেবেন না।সবার মঙ্গল কামনা করুন।পশু পাখি প্রকৃতিকে মন থেকে ভালোবাসুন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —