মোহনবাগানের পর এবার শিলিগুড়িতে ইস্টবেঙ্গল লেন

নিজস্ব প্রতিবেদন ঃ  শিলিগুড়ি মহানন্দা সেতুর নীচে লালমোহন মৌলিক ঘাট থেকে সূর্যসেন পার্ক সংলগ্ন রাস্তার নামকরণ হয়েছে মোহনবাগান এভিনিউ।সম্প্রতি মোহনবাগানের কর্মকর্তারা শিলিগুড়ি এলে এ-উপলক্ষ্যে বড় অনুষ্ঠান হয় পুরসভার উদ্যোগে।সেই সময় ইস্টবেঙ্গল অনুরাগীদের মধ্যে আশা তৈরি হয় যে ইস্টবেঙ্গলের নামেও কিছু হোক শহরে। মোহানবাগান থাকলে ইস্টবেঙ্গল থাকবে না,তা হতে পারে না — সেই ভাবনা থেকে
শিলিগুড়ি পুরসভা এবার ইস্টবেঙ্গল ক্লাবের নামে নামকরণ করতে চলেছে একটি রাস্তার যার শুভ সূচনা হবে আগামী ৩০ শে এপ্রিল । সেটি হলো শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে স্যুইমিং পুল লাগোয়া অঞ্চল। ইস্টবেঙ্গল লেন শুরু হওয়ার আগে
তারই প্রস্তুতি পর্ব বৃহস্পতিবার
সরজমিনে পরিদর্শন করেন মেয়র গৌতম দেব ।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-