এবার শ্রীলঙ্কার মাটিতে দৌড়ে পুরস্কার জিততে চান সীমা, দরকার অর্থ সাহায্য

নিজস্ব প্রতিবেদনঃ বাংলাদেশে গিয়ে সোনা জিতে এসেছেন সীমা চক্রবর্তী। গত বছরই বাংলাদেশ থেকে জয়ী হয়ে এসেছেন। এবার তাঁর গন্তব্য শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতা থেকেও পুরস্কার জিততে চান সীমা।কিন্তু এইসময় তাঁর মনে প্রশ্ন, শ্রীলঙ্কায় যাবেন কিভাবে? শ্রীলঙ্কায় যাওয়ার অর্থ আসবে কোথা থেকে?

খুব ছোট থেকেই অ্যাথলেটিক্স এর উপর ভালবাসা সীমার। শিলিগুড়ি শান্তি নগরে বাড়ি তাঁর। জাতীয় স্তরের। দৌড়ে অংশ নিয়েও পুরস্কার জিতেছেন শিলিগুড়ির এই গৃহবধূ।

সীমা বলেন, সংসার সামলেও খেলার জন্য নিয়মিত সময় বের করেন, ভবিষ্যতে স্বপ্ন রয়েছে অলিম্পিকে অংশ নেওয়ার । শিলিগুড়ির তরাই অ্যাথলেটিক্স কোচিং সেন্টারে নিয়মিত প্রশিক্ষণ নেন তিনি। গত বছর স্থানীয় কাউন্সিলর, সমাজসেবী নবকুমার বসাক, এন্ড স্মাইল সোসাল ওয়েলফেয়ার সোসাইটি সহ কয়েকটি সমাজসেবী সংগঠনের সহযোগিতায় বাংলাদেশে যেতে পেরেছিলেন। সেখানে দেশের নাম উজ্জ্বল করে ফিরেছেন। এবারে তার শ্রীলঙ্কার থেকে ডাক এসেছে কিন্তু শ্রীলংকার যাবার জন্য পঞ্চাশ হাজার টাকার প্রয়োজন। এই মুহূর্তে তিনি এই খরচ বহন করতে সক্ষম নন। তাই শহরবাসীর কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। যাতে এবারও দেশের নাম বিদেশের মাটিতে উজ্জ্বল করতে পারেন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—