
- নিজস্ব প্রতিবেদন ঃ কেন আমাদের এতো দুঃখ কষ্ট। কেন আমরা কেও শান্তিতে নেই। কিভাবে আমরা ভালো থাকবো, সব ব্যাখ্যাই দিয়ে গিয়েছেন গৌতম বুদ্ধ। বহু বছর আগে গৌতম বুদ্ধের সেই দর্শন পৃথিবীর বিভিন্ন প্রান্তে শোরগোল তৈরি করে। হিরোশিমা নাগাসাকির মতো অতীব মর্মান্তিক ঘটনার পর জাপানে গৌতম বুদ্ধকে নিয়ে অন্যরকম গবেষণা আজও হয়ে চলেছে। অহিংসার দর্শন বহু বছর আগে গৌতম বুদ্ধ দিয়ে গেলেও আমরা তার কতটুকু অংশ বাস্তবে প্রয়োগ করেছি? পঞ্চ শীলের তত্ব গৌতম বুদ্ধ মানব সমাজের কাছে দিয়ে গিয়েছেন কিভাবে মানুষ ভালো থাকবে তারজন্য। কিন্তু আমরা পঞ্চশীল তত্বের কতটুকু বাস্তব প্রয়োগ করেছি? আজও পৃথিবীতে দেশে দেশে যুদ্ধ থামেনি।আজও পৃথিবীতে দুর্নীতিতে কমেনি।ভোগের পিছু নিয়ে মানুষের লাগামহীন লোভ, অহঙ্কার মানুষকে আরও কষ্টের দিকে ঠেলছে।আগামী ৫ই মে গৌতম বুদ্ধের জন্মজয়ন্তী। তার আগে গৌতম বুদ্ধের দর্শন নিয়ে কিছু মূল্যবান বক্তব্য শুনুন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডঃ রঘুনাথ ঘোষের মুখে। গৌতম বুদ্ধের দর্শন নিয়ে রঘুনাথবাবু রীতিমতো গবেষণা করেছেন।আর সেই গবেষণার কাজ করার জন্য তাঁকে জাপানেও ছুটে যেতে হয়েছে। বিশিষ্ট দর্শন শাস্ত্রের অধ্যাপক ও গুনী মানুষ ডঃ রঘুনাথ ঘোষ বহু কিছু জানালেন গৌতম বুদ্ধের দর্শন নিয়ে। খবরের ঘন্টায় তাঁর বক্তব্য শুনতে থাকুন ধারাবাহিকভাবে।
- বিস্তারিত ভিডিও নিচের লিঙ্কে —
- https://youtu.be/5FleFnZxlnU