
নিজস্ব প্রতিবেদন ঃ সেখানে রেস্তরাঁ খুলে বলা হয়েছিল, পারিবারিক রেস্টুরেন্ট।সেখানে মদ পাওয়া যায় না বলেও রেস্টুরেন্টের মালিক সকলকে জানিয়েছিল। কিন্তু গোপনে সেখানে মদ বিক্রি হচ্ছিল। যুবকরাতো বটেই এমনকি যুবতীরাও সেখানে গিয়ে মদ কিনছিল। এমনকি ছেলেদের সঙ্গে মেয়েরাও সেই রেস্টুরেন্টে বসে মদ্যপান করছিলো।মদের নেশায় যুব সমাজ নষ্ট হতে বসেছিল।শেষমেষ এলাকার মায়েরা একত্রিত হয়ে সেই ফ্যামিলি রেস্টুরেন্টে হানা দিয়ে নষ্ট করে দেয় মদ। ভাঙচুর করে দেওয়া হয় মদের প্রচুর বোতল।শুধু তাই নয়,মদ নষ্ট করে রেস্তরাঁয় তালা লাগিয়ে দিয়েছেন বিক্ষোভকারী মায়েরা।
ঘটনা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে। ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই বিক্ষোভ হয় । স্থানীয়দের অভিযোগ, খাগড়াবাড়ি ১ গ্রাম পঞ্চায়েত এলাকার একটি রেষ্টুরেন্ট খোলার কাজ চলছে। ফ্যামিলি রেষ্টুরেন্ট চালানোর নাম করে সেখানে অবৈধ মদের ব্যবসা চালানো হচ্ছিল বলে অভিযোগ। এর ফলে এলাকার যুব সমাজ নষ্ট হচ্ছিল।। একাধিকবার রেস্তরাঁ কর্তৃপক্ষকে জানানো হয়েছিল বিষয়টি।কিন্তু তাতে কর্ণপাত করেননি তারা। তাই তারা গত কয়েক মাস আগে রেস্তরার সামনে পোস্টার টাঙিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাতেও অবস্থার পরিবর্তন না হওয়ায় বৃহস্পতিবার ফের এলাকার মহিলারা একত্রিত হয়ে বিক্ষোভ দেখান। হোটেলে ঢুকে দেশী মদের বোতল উদ্ধার করেন মহিলারা। সেই মদ ফেলে দিয়ে নষ্ট করে রেস্তরাঁয় তালা লাগিয়ে দেন তারা।স্থানীয় মহিলা মালতি রায় বলেন, “মদের ব্যবসা চালানোয় আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমরা আবার বিক্ষোভ দেখিয়ে তালা বন্ধ করে দিলাম।” এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যা মঞ্জু অধিকারী বলেন,” এই বিষয়ে আমার কাছে একাধিকবার অভিযোগ এসেছিল। কিন্তূ আমার কাছে কোনো প্রমাণ ছিল না। আজকে হোটেলে এসে সমস্ত কিছু নিজের চোখেই দেখলাম। প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক।” যদিও এই বিষয়ে হোটেল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ বেশ কিছু মদ বাজেয়াপ্ত করে সেখানে।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —