সীমাকে আর্থিক সাহায্য প্রদানের আবেদন দেবকুমার দে-র

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি শান্তিনগরে ভাড়া বাড়িতে থাকে এথলেট সীমা চক্রবর্তী। তার স্বামী সামান্য ছাপাখানায় কাজ করে। স্বামী, সন্তান এবং সাংসারিক দায়িত্ব সামলে অবসর সময়ে সীমা দৌড়ের অনুশীলন করে। শৈশবে আমবাড়িতে থাকার সময় থেকেই দৌড়ের নেশা শুরু হয় সীমার।এখনো সেই নেশা অব্যাহত রয়েছে। এর জন্য জাতীয় স্তরেও অনেক পদক পেয়েছেন তিনি। কিছুদিন আগে শিলিগুড়ির বিভিন্ন মানুষ আর্থিক সাহায্য করলে বাংলাদেশে গিয়ে পদক জিতে আসে সীমা। এবার সীমার গন্তব্যস্থান শ্রীলঙ্কা। কিন্তু আর্থিক অনগ্রসরতা তাঁকে চিন্তায় ফেলেছে। শুক্রবার শিলিগুড়ির বিখ্যাত এথলেট কোচ দেবকুমার দে ওরফে কানু সীমার জন্য সকলের কাছে আর্থিক সহযোগিতা চাইলেন।শিলিগুড়ি তরাই স্কুলের মাঠে প্রতিদিন সকালে ও বিকালে দৌড়ের অনুশীলন চালায় সীমা।

আরও বিস্তারিত জানতে নিচের ভিডিওতে ক্লিক করুন—