
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি এয়ারভিউ মোড়ের কাছে জাকির হোসেন নামে এক যুবক কিছু দিন আগে অসুস্থ অবস্থায় পড়েছিল। খবর পেয়ে ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকার ওই যুবককে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন।এরপর সেই যুবকের চিকিৎসাও শুরু হয়। তার বাঘি হয়েছিল এবং তার থেকে শারীরিক পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছিল। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অপারেশন চিকিৎসার পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শুক্রবার তাকে মেডিকেল থেকে ছুটি দেওয়া হলে মুনমুনদেবী পূজা মোক্তারের সহযোগিতা নিয়ে তাকে আমবাড়ির কাছে একটি আশ্রমে রেখে আসেন।সেই যুবক তার পরিবার থেকে পরিত্যক্ত।মুনমুন সরকারের এই মানবিক কাজের এদিন তারিফ করেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরাও। প্রসঙ্গত ভয়াবহ করোনা পরিস্থিতিতে যখন করোনা আক্রান্তদের কাছ থেকে সবাই পালিয়ে যাচ্ছিলো তখন মুনমুনদেবী তাঁর টোটোতে করোনা আক্রান্তদের চাপিয়ে চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেন।গোটা দেশে মুনমুনদেবীর কাজ দৃষ্টান্ত তৈরি করায় তাঁর প্রশংসা করে ট্যুইট করেছিলেন সেই সময়ের উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—