রাজ্য স্তরের টেবিল টেনিসের আসর শিলিগুড়িতে

নিজস্ব প্রতিবেদন ঃ  শিলিগুড়ি রোটারি ক্লাব উত্তরায়ণের উদ্যোগে রাজ্য স্তরের টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের আসর বসতে চলেছে শিলিগুড়িতে। জুনিয়র ও সিনিয়র দুটো পর্যায়ে ওই প্রতিযোগিতা হবে । অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত টেবিল টেনিস খেলোয়াড় ও প্রশিক্ষক মান্তু ঘোষ শুক্রবার এই টেবিল টেনিসের বিষয়ে খবর দেন ।প্রথম পর্যায়ের টেবিল টেনিস খেলাটি হবে শিলিগুড়ি ভারতনগরের তুফানি সংঘে। সেখানে চারটে টেবিলে অনুর্ধ ১৩ এবং অনুর্ধ ১৫ ছেলেমেয়েদের খেলা অনুষ্ঠিত হবে। ৭ মে থেকে ১২ মে পর্যন্ত সেই টেবিল টেনিস খেলা চলবে। দ্বিতীয় পর্যায়ের খেলাটি হবে ১৪ জুন থেকে ১৯ জুন পর্যন্ত । দ্বিতীয় পর্যায়ে অনুর্ধ ১৭, অনুর্ধ১৯ এবং সিনিয়রদের খেল হবে। সব মিলিয়ে ১৩০০ থেকে ১৪০০ টেবিল টেনিস খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —