অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি হাকিমপাড়ায় বাড়ি শ্রীমতি দীপিকা বিশ্বাসের। শুক্রবার গৃহ প্রবেশ উপলক্ষে তার বাড়িতে পুজো ছিলো। আর সেই অনুষ্ঠান উপলক্ষে ১৪০ জন মানুষের জন্য প্রসাদ ও খাবার তিনি তুলে দেন শিলিগুড়ি এন্ড স্মাইল সোশাল ওয়েলফেয়ার সোসাইটির হাতে। শনিবার এন্ড স্মাইল ওয়েলফেয়ার সোসাইটির স্বেচ্ছাসেবীরা সেই খাবার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অসহায় মানুষের হাতে তুলে দেন। এন্ড স্মাইলের কর্নধার তথা বিশিষ্ট সমাজসেবী নবকুমার বসাক বলেন, এন্ড স্মাইল পরিবার অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সবসময় তৈরি। আর এজন্য যোগাযোগ করুন এই নাম্বারে 7908846581

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—