ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় জয়জয়কার শিলিগুড়ির

নিজস্ব প্রতিবেদন ঃ  শিলিগুড়ি টেবিল টেনিসের শহর হিসাবে পরিচিত। কিন্তু টেবিল টেনিস ছাড়াও অন্যান্য খেলাতেও ক্রমশ জাতীয় ও আন্তর্জাতিক স্তরে শিলিগুড়ি বাংলার সুনাম উঁচুতে মেলে ধরছে।ক্রিকেটে ঋদ্ধিমান সাহা,রিচা ঘোষ,কামাল হাসান মন্ডলের পর ক্রিকেটে গোটা দেশে একটি নাম শিলিগুড়ি। আবার পাওয়ার লিফটিংয়েও শিলিগুড়ির সুনাম রয়েছে জাতীয় স্তরে। এবার যোগাসনেও উঠে আসছে শিলিগুড়ির ছেলেমেয়েরা। সম্প্রতি নেপালে আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় প্রশিক্ষক শিব হাজরার নেতৃত্বে শিলিগুড়ির ছেলেমেয়েরা অনেক পদক নিয়ে এসেছেন।এবার বাংলাদেশের ঢাকাতে গিয়েও শিলিগুড়ির ছেলেমেয়েরা অনেক পদক জিতে আসছে। শুক্রবার ঢাকাতে অনুষ্ঠিত বঙ্গীয় মৈত্রী ইন্টারন্যাশনাল যোগা কাপ প্রতিযোগিতায় শিলিগুড়ির ওঙ্কার যোগা এন্ড স্পোর্টস অর্গানাইজেশনের সাত জন অংশ নেয়। তারমধ্যে ছয় জন পদক জিতেছে। প্রশিক্ষক সাগর বোসের নেতৃত্বে ওই ছেলেমেয়েরা ঢাকাতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়। এগার থেকে সতেরো বছর বয়েজ বিভিন্ন প্রথম স্থান অধিকার করে সোনা জিতেছে শিলিগুড়ির ছেলে জুয়েল রায়।পঁচিশ বছরের উর্ধ্বে গার্লস বিভাগে প্রথম স্থান অধিকার করে সোনা জিতেছে শিলিগুড়ির মেয়ে চন্দ্রা মল্লিক। পাঁচ থেকে এগারো বছর গার্লস বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে রুপা জিতেছে শিলিগুড়ির মেয়ে এঞ্জেল বর্মন,পাঁচ থেকে এগারো বছর বয়েজ বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে রুপা জিতেছে অরিক সরকার। শিলিগুড়ির মেয়ে জোহিতা দাস এগারো থেকে সতেরো বছর বিভাগে তৃতীয় স্থান দখল করে ব্রোঞ্জ জিতেছে, এগারো বছরের বালক বিভাগে দেবাদৃত সরকার তৃতীয় স্থান দখল করে ব্রোঞ্জ জয়ী হয়েছে। প্রশিক্ষক সাগর বোস জানিয়েছেন, এনজেপি, সুভাষ পল্লী, দেশবন্ধু পাড়া,শিবমন্দির, ফুলবাড়ি এলাকায় তাদের যোগাসন প্রশিক্ষণ ক্লাস হয়।বহু অভিভাবক আজকাল ছেলেমেয়েকে রোগমুক্ত রাখতে এবং তাদের স্বাস্থ্য ভালো রাখতে যোগাসন ক্লাসে ভর্তি করছেন। আট তারমধ্যে থেকে উঠে আসছে একের পর এক প্রতিভা যারা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে শিলিগুড়ি তথা বাংলার সুনাম মেলে ধরছে। ঢাকার এই আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় ভারত থেকে ৫০ জন অংশ নেয়।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—