শিলিগুড়িতে ডাক বিভাগে একাউন্ট খুলতে মহিলাদের ভিড়

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়িতে কেন্দ্রীয় সরকারের নতুন এক প্রকল্প অনুযায়ী ডাকবিভাগে একাউন্ট খোলার জন্য মহিলাদের ভিড় বাড়ছে।আসলে এটি ডাক বিভাগের নতুন প্রকল্প । শিলিগুড়ি মুখ্য ডাকঘরের পোস্টমাস্টার এবং নর্থবেঙ্গল এর ইনচার্জ রতন সরকার জানান ২০২৩ এর বাজেটে এমএসএসসি অর্থাৎ মহিলা সম্মান সমৃদ্ধি যোজনা নামে নতুন একটি স্কিম এসেছে , মহিলাদের সুরক্ষার কথা চিন্তা করে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছে ওই স্কীম। এমএসএসসি যোজনার ক্ষেত্রে একজন মহিলা একবার পোস্ট অফিসের অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।ফিক্সড ডিপোজিটে দু লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন,সে হাজার টাকা থেকেও শুরু করতে পারেন,এই নতুন স্কিমে দু বছরের রেট অফ ইন্টারেস্ট বিভিন্ন যে ব্যাংক রয়েছে তার থেকে অনেকটাই কম।রতন সরকার বলেন, এই নতুন স্কিমে ব্যাপক সাড়া পাচ্ছেন তারা, প্রত্যেকদিন ১০০ থেকে ৩০০ জন মহিলা নতুন অ্যাকাউন্ট খুলছেন। রতনবাবু আরো জানান পোস্ট অফিসের বিষয়ে সাধারণ জনগণকে আরো অনেক সচেতন হতে হবে। অনেক মহিলা এই স্কিমের বিষয়ে এখনও জানেন না। বিভিন্ন সময় বয়স্কদের পোস্ট অফিসে তাদের পেনশনের ক্ষেত্রে অনেকটা সময় ব্যয় করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেক্ষেত্রে রতনবাবু বলেছেন যে যদি পেনশনের অ্যাকাউন্টটি সেভিংস এর সাথে অটো করে নেওয়া হয় তাহলে এই ধরনের সমস্যা আগামী দিনে নাও হতে পারে।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —