মাধ্যমিকে এবারও নজর কাড়লো মুরলীগঞ্জ হাইস্কুল

নিজস্ব প্রতিবেদন ঃ  শিলিগুড়ি মহকুমার বিধাননগর মুরলীগঞ্জ হাইস্কুলে গ্রামের প্রান্তিক পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করে। তবে এইসব প্রান্তিক পরিবারের ছেলেমেয়েদের মধ্যে রয়েছে মেধা। শুধু তাদের একটু গাইডেন্স এবং যত্ন নেওয়া প্রয়োজন। মুরলীগঞ্জ হাইস্কুলের শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের অবহেলা না করে বিশেষ যত্ন নেন।সেখানে নিয়মিত স্মার্ট ক্লাস হয়। বিশেষ কিছু ক্লাসের পাশাপাশি ছাত্রছাত্রীদের মনকে চাঙা রাখতে স্কুল চত্বরে ফুটবল,ক্রিকেট খেলারও ব্যবস্থা করা হয়। এসবের জেরে এবার মাধ্যমিকে মুরলীগঞ্জ হাইস্কুল থেকে ১৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩১ জন পাশ করেছে। স্টার পেয়েছে ১৯ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৩২ জন। ৯০ শতাংশের ওপর নম্বর পেয়েছে তিনজন।সর্বোচ্চ নম্বর পেয়েছে হরেকৃষ্ণ রায়,তার প্রাপ্ত নম্বর ৬৪৭। প্রধান শিক্ষক সামসুল আলম এই স্কুলকে গোটা দেশে মডেল স্কুলে রুপ দিতে বহু বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তাঁর প্রয়াস গোটা দেশে এক দৃষ্টান্ত। শুক্রবার মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হওয়ার পর তিনি বলেন,প্রান্তিক বা দরিদ্র ঘরের গ্রামের ছেলেমেয়েরা তাদের স্কুলে পড়তে আসে। এইসব ছেলেমেয়েকে তাঁরা সব শিক্ষক শিক্ষিকারা মিলে ঘষেমেজে তৈরি করে নেন।স্কুলের ফলাফল ভালো হওয়ায় প্রধান শিক্ষক সামসুল আলম স্কুলের সব শিক্ষক,অভিভাবকদের ধন্যবাদ জানিয়েছেন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—