
নিজস্ব প্রতিবেদন ঃ বন্যপ্রাণীদের পথ দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে বিশেষ উদ্যোগ নেওয়া হলো
বাগডোগরা থেকে নকশালবাড়িগামী জাতীয় সড়ক এশিয়ান হাইওয়ে টুতে। মাঝেমধ্যেই সেই রাস্তায় গাড়ির ধাক্কায় বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনা ঘটছিলো। এবার তাই পথ দুর্ঘটনায় বন্যপ্রাণীর মৃত্যু রুখতে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে কাজে নামল বনদপ্তর এবং ট্রাফিক পুলিশ। শনিবার নকশালবাড়ির অটল চা বাগান থেকে বাগডোগরা পর্যন্ত রাস্তায় গাড়ির গতি ৪০ কিলোমিটার ধার্য করা হয়েছিল। সেই সময় ওই রাস্তায় চলাচলকারী সমস্ত গাড়ি চালককে সচেতন করে দেওয়া হয় বনদপ্তর ও পুলিশের তরফে । সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনদপ্তরের বাগডোগরা রেঞ্জার সমীরণ রাজ সহ বনদপ্তরের আধিকারিকরা। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগডোগরা ট্রাফিক গার্ডের ওসি সুরেন্দ্র সিং নেগী সহ ট্রাফিক বিভাগের কর্তারা।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —