
নিজস্ব প্রতিবেদন ঃ শরীরে মারন রোগ ক্যান্সার বাসা বেঁধেছে।ক্যান্সার যন্ত্রণা প্রতিদিন তাদের কুড়ে কুড়ে খাচ্ছে।কিন্তু রবীন্দ্র নজরুল স্মরন অনুষ্ঠানে যোগ দিতে আপত্তি কোথায়? রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্র কবিতার সঙ্গে নজরুল গীতি বা নজরুলের কবিতাতো অনেক সময়ই শরীরে ভয়ানকভাবে ইতিবাচক তরঙ্গ তৈরি করে। সেই ইতিবাচক তরঙ্গ অনেক সময়ই শরীরে এমন কিছু হরমোন নিঃসরণ ঘটায় যা নিয়ে আসে আলাদা অনুভূতি।শিলিগুড়ি সুমিতা ক্যান্সার সোসাইটি শুক্রবার রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করে। তাতে সংস্থার অফিস কার্যালয়ের শিল্পীরা ছাড়াও ক্যান্সার আক্রান্তরাও অংশ নেন। সেখানে বক্তব্য রাখেন সজল কুমার গুহ, লিপি ঘোষ রায়।আগুনের পরশমনি সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —