
নিজস্ব প্রতিবেদন ঃ বিভিন্ন শারীরিক পরীক্ষার জন্য শিলিগুড়িতে অতিরিক্ত টাকা নিয়ে চলেছে কিছু ল্যাবরেটরি।এর জেরে গরিব সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। আর সেই সমস্যার অনেকটাই সমাধান হবে রবিবার সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত। শিলিগুড়ি হিলকার্ট রোডে রেজেন হেল্থ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রবিবার প্যাথলজিক্যাল বিভিন্ন টেস্ট এবং বায়ো কেমিক্যাল টেস্ট করা যাবে পঞ্চাশ শতাংশ ছাড়ে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ইউনিজেন।
মঙ্গলবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিলিগুড়ি হিলকার্ট রোডে রেজেন হেল্থ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারে উপস্থিত ছিলেন
শিলিগুড়ি ইউনাইটেড গ্রেটার লায়ন্স ক্লাবের সভাপতি ডাঃ শীর্ষেন্দু পাল, লায়ন শঙ্কর কুমার দাস সহ একাধিক কাউন্সিলের চেয়ারম্যান। রেজেন হেল্থ কেয়ার এবং ডায়াগনস্টিকসের সঙ্গে শিলিগুড়ি ইউনাইটেড গ্রেটার লায়ন্সের এটি একটি যৌথ উদ্যোগ। বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক তথা লায়ন ডাঃ শীর্ষেন্দু পাল বলেন,এই ইউনিজেন আমাদের দ্বিতীয় স্থায়ী প্রকল্প। এর উদ্বোধন হয়েছে, যেখানে রবিবার সকাল দশটা থেকে বিকাল চারটে পর্যন্ত সমস্ত প্যাথলজিকাল এবং বায়োকেমিক্যাল পরীক্ষা করা হবে ৫০ শতাংশ ছাড়ে । রেজেন হেল্থ কেয়ার এন্ড ডায়াগনস্টিক প্রাঙ্গনেই ওই কাজ হবে।

আরও বিস্তারিত নিচের লিঙ্কে —-