পরিবেশ দূষনের জেরে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে, জ্বর হছে

নিজস্ব প্রতিবেদন ঃ  আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস।কিন্তু আমরা কতটা আন্তরিক পরিবেশের প্রতি? আগামী প্রজন্ম মানে শিশুরা পরিবেশ দূষনের কারনে যে অসুস্থ হয়ে পড়ছে,তা আপনারা কতটুকু জানেন? শিলিগুড়ির বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ সুবল দত্ত কিন্তু জানালেন তেমনই তথ্য। এখন এই গরমে শিশুদের জ্বর হচ্ছে। গরম বাড়ছে গাছ কেটে ফেলার দরুন।মাঝেমধ্যে ঝড় বৃষ্টি হচ্ছে প্রকৃতির খামখেয়ালীপনায়।এসবই দূষণের জেরে।শিশুদের পেটের গোলমালও হচ্ছে। শিশু চিকিৎসক ডাঃ সুবল দত্ত শিশুদের এই সময়কার রোগ সম্পর্কে সচেতন করেছেন অভিভাবকদের।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —