পরিবেশ বিপন্ন চারদিকে, সাইকেল যাত্রার আয়োজন

ভয়েজ— চারদিকে পরিবেশ বিপন্ন।তাই নদী জল জঙ্গল গাছ সংরক্ষণের দাবি উঠলো। প্লাস্টিক বর্জনের জন্যও সকলের কাছে আবেদন জানানো হচ্ছে। আর ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাইকেল যাত্রার আয়োজন করা হয়েছে।
বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চের পক্ষ থেকে ৪ঠা জুন প্রাক বিশ্ব পরিবেশ দিবস পালন করা হবে।সেই অনুষ্ঠানের মূল কর্মসূচি থাকছে সাইকেল যাত্রা।এই অনুষ্ঠান শিলিগুড়ির এয়ারভিউ মোড় থেকে শুরু করে গরুমারা অভয়ারণ্য হয়ে লাটাগুড়ি পর্যন্ত অনুষ্ঠিত হবে। সেই যাত্রায় ১০০ থেকে ১২০ জন সাইকেল প্রেমী অংশগ্রণ করবে। তার পাশাপাশি কিছু কলেজ পড়ুয়াও অংশগ্রহণ করবে। ৪ঠা জুনের ওই বিশেষ কর্মসূচিতে বিশেষ অতিথিরূপে থাকছেন শিলিগুড়ির মহানাগরিক গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী,মেয়র পরিষদ সদস্য মানিক দে, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ , শিলিগুড়ি বিধায়ক ডক্টর শংকর ঘোষ, পদ্মশ্রী করিমুল হক এবং আরও অনেকেই।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —