
নিজস্ব প্রতিবেদন ঃ অসহায় এক পরিবারকে হুইল চেয়ার, কিছু বস্ত্র এবং খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো।রাঙাপানির সিয়াভিটা গ্রামে অসহায় সুনীতা সিংহের বাড়ি।তাঁকেই বৃহস্পতিবার তুলে দেওয়া হয় হুইল চেয়ার। ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ হিউম্যান এন্ড ফান্ডামেন্টাল রাইটসের দার্জিলিং জেলার তরফে এই মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়। সেখানে ওই অসহায় পরিবারের রাজেন সিংহের হাতে তুলে দেওয়া হয়েছে কিছু বস্ত্র। স্মাইল বাগডোগরা তাদের কাছে আবেদন জানালে তাঁরা ওই মানবিক কর্মসূচি গ্রহণ করেন বলে সংস্থার তরফে সম্পাদক পিন্টু ভৌমিক জানিয়েছেন। অনুষ্ঠানে সংস্থার আহ্বায়ক বিষ্ণুপদ বিশ্বাস, সদস্যা ডাঃ স্মিতা সরকার, বিশ্বজিৎ দেববর্মন সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। স্মাইল বাগডোগরার তরফে সব্যসাচীবাবু সেখানে উপস্থিত ছিলেন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-