
নিজস্ব প্রতিবেদনঃ রবিবার জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি ছিলো।এ উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এ বছরও শিলিগুড়ির ইসকন মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হলো । এদিন থেকে ঠিক পনেরো দিন পর শুরু হবে রথযাত্রার পূর্ণ মুহূর্ত। এদিন শিলিগুড়ি ইসকন মন্দিরে বহু পুন্যার্থী বিভিন্ন প্রান্ত থেকে এসে উপস্থিত হন। ইসকন মন্দিরে উপস্থিত হয়ে তাঁরা জগন্নাথ দেবের স্নানযাত্রায় অংশগ্রহণ করেন। দুধ মধু দই ও বিভিন্ন রকম ফলের রস দিয়ে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে স্নান করানো হয়। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এরপর কিছুদিন লোক চক্ষুর অন্তরালে থাকবে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা।রবিবার ওই শুভ দিনেই শিলিগুড়ির সূর্যনগর মহিলা কলেজের মাঠে জগন্নাথ দেবের মাসির বাড়ি নির্মানের জন্য খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা।
শিলিগুড়ি ইসকনের তরফে জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস জানিয়েছেন, শিলিগুড়ি ইসকনে দুধ, দই, ঘি, মধু সহ বিভিন্ন প্রকার ফলের জুস দিয়ে অভিষেক করানো হয় জগন্নাথ দেবকে। অগণিত ভক্ত বৃন্দ স্নান করানোর সুযোগ পেয়েছেন জগন্নাথ দেবকে। এদিন থেকে জগন্নাথ দেবের অনবসর লীলা শুরু হয়েছে। ভক্ত বৃন্দের মাধ্যমে স্নান করানোর পর জ্বর হয় জগন্নাথ দেবের, তাই ১৫ দিন মন্দির বন্ধ থাকবে। জগন্নাথ দেবকে আয়ুবেদিক ওষুধ দেওয়া হবে এই কদিন ধরে । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি আই আইয়ের উত্তরবঙ্গ শাখার চেয়ারম্যান প্রদীপ আগরওয়ালা, রামকৃষ্ণ সাহা,ডাঃ সৌমেন চক্রবর্তী,
বিনোদ চৌধুরী, মন্দিরের সভাপতি অখিলাত্মাপ্রিয় দাস।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —