
নিজস্ব প্রতিবেদন ঃ কোথায় হারিয়ে গেলো পুরনো সেই দিনগুলো? পুরনো সে দিনের কথা কি ভোলা যায়।বিশেষ করে শৈশবের স্মৃতি, শৈশবের খেলাধুলার স্মৃতি যখন বয়সকালে মানুষের মনে পড়ে তখন মন ফিরে যায় শৈশবে।অতীতে এই শিলিগুড়িতেই গাছেদের মেলার সঙ্গে ধূ ধূ মাঠ ছিলো।সকালে একটু গরম পড়লেই বিকাল হতে না বৃষ্টি। অনেকে বলেন,বহু বছর আগে শিলিগুড়িতে ঝড় বৃষ্টির সঙ্গে খুব শিলা বৃষ্টি হতো।এই শিলা বৃষ্টি থেকেই শিলগড়ী বা শিলিগুড়ি নামটি নাকি এসেছে। অতীত দিনে ছোট ছোট ছেলেমেয়েদের খেলাগুলোর মধ্যে ছিলো লাট্টু খেলা,ছিলো গুলি খেলার বেশ জনপ্রিয়। আর ঘুড়ি ওড়ানোর জনপ্রিয়তাতো ছিলোই। আরও খেলাগুলোর মধ্যে ছিলো ক্যাপসটেন,চারমিনার সিগারেটের ফেলে দেওয়া খাপ সংগ্রহ করে তাস খেলা।
সময়ের নিয়মে সেসব খেলা হারিয়ে যেতে বসেছে। এরমধ্যে শিলিগুড়ির কোথাও কোথাও পুরনো দিনের লাট্টু, গুলি খেলা চালু রয়েছে। শিলিগুড়ি মধ্য চয়নপাড়ার একটি দোকানে পুরনো দিনের কাঠের লাট্টুতো দেখা গেলোই তারসঙ্গে প্লাস্টিকের লাট্টুও দেখা গেলো।অতীতে কিন্তু প্লাস্টিকের লাট্টু ছিলো না।লাট্টুর সঙ্গে লেত্তিও রয়েছে সে দোকানে।ঘুড়ি কিন্তু অতীতের মতো কাগজের পান,দোভাজ,চিরুনি ইত্যাদি ঘুড়ি দেখা গেলো না।এখনকার ঘুড়ি প্লাস্টিকের। আর সেই মাঠ নেই, ফলে ছেলেমেয়েরা কোথায় ঘুড়ি ওড়াবে?

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —