তিস্তা ক্যানেলে স্নান থেকে বিপদ এড়াতে লাঠি নিয়ে পুলিশের তাড়া

নিজস্ব প্রতিবেদন ঃ  গরমের হাত থেকে বাঁচতে অনেক ছেলেমেয়ে শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ি তিস্তা ক্যানেলে স্নান করতে যায়।কিন্তু সেই ক্যানালে স্নান করা নিয়ে বিপত্তি ঘটছে প্রায়ই। অনেকেই ক্যানেলের জলে তলিয়ে যাচ্ছে।পরে ভেসে উঠছে।এবার তাই ক্যানেলের আশপাশে লাঠিধারী পুলিশ কাজে নামলো।কাওকে ক্যানেলে স্নান করতে দেখলেই পুলিশ তাদের তাড়া করে সরিয়ে দিচ্ছে। কোনো স্নান চলবে না ফুলবাড়ি তিস্তা ক্যানালে।
গরম থেকে খানিকটা স্বস্তি নেওয়ার জন্য প্রতিদিন শয়ে শয়ে মানুষ স্নান করতে নামছে শিলিগুড়ির শহরের পাশেই আমবাড়ি ফুলবাড়ি গজলডোবা তিস্তা ক্যানেলের ঠান্ডা জলে।
আর তা থেকে দুর্ঘটনা ঘটে যাচ্ছে।
স্নান করতে এসে নতুন করে যাতে কোনোরকম দুর্ঘটনা না ঘটে তার জন্যই অভিযানে নেমেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।।
শুক্রবার লাঠি হাতে বেশ কিছু যুবককে তাড়া করে পুলিশ।
পুলিশ দেখেই বাইক সাইকেল ছেড়ে পালিয়ে যায় সকলেই।
পুলিশের পক্ষ থেকে লাগাতর এই অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে ।
তবে পুলিশ যতক্ষন তাড়া করে ততক্ষণ ঠিকই থাকে, পুলিশ সরে গেলে আবার স্নান করতে নেমে পড়ছে অনেকেই।ফলে কখন যে আবার তলিয়ে যাওয়ার ঘটনা ঘটে কে জানে।পুলিশের তরফে সব অভিভাবককেও এ বিষয়ে সতর্ক করা হচ্ছে।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-