
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি ঘোঘোমালি ফল বাজার রোড এলাকার বাসিন্দা তথা অসহায় সূত্রধর পরিবারের পাশে দাঁড়ালো আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টীম।শুক্রবার সেই টীমের তরফে আনন্দমার্গের দার্জিলিং জেলা সম্পাদক আচার্য করমেশানন্দ অবধূত,আনন্দমার্গ অনুরাগী পূর্নিমা বারুই,পলাশ বারুই, সাগর দাশগুপ্ত প্রমুখ সূত্রধর পরিবারের কাছে উপস্থিত হয়ে নগদ কিছু অর্থ সাহায্য তুলে দেন। বিশিষ্ট সমাজসেবী সোমনাথ চট্টোপাধ্যায়ও সেখানে উপস্থিত ছিলেন। সোমনাথবাবুও এই পরিবারের পাশে থাকার চেষ্টা করছেন মানবিক কারনে।এদিন আনন্দমার্গের জেলা সাধারণ সম্পাদক আচার্য করমেশানন্দ অবধূত বলেন, আগামী দিনেও তাঁরা এই অসহায় সূত্রধর পরিবারের পাশে দাঁড়াবেন। প্রসঙ্গত সূত্রধর পরিবারের এম এ পাশ করা তরুনী তাপসী সূত্রধর বিরল অসুখে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। এই পরিবারের তরুন দীপঙ্কর সূত্রধরও একই রোগে আক্রান্ত হয়ে উঠে দাঁড়াতে পারছে না।এই পরিবারের মা অর্চনা সূত্রধরও স্ত্রী রোগে আক্রান্ত। পরিবারের প্রধান জিতেন সূত্রধরও অসুস্থ। ফলে গোটা পরিবার অসহায়। বিভিন্ন মানুষ এবং সংস্থা কিন্তু এখন এই পরিবারের পাশে দাঁড়াচ্ছেন মানবিক মুখ নিয়ে। এই পরিবার অন্ধকারে দিন কাটাতো।এস জে ডি এর বোর্ড সদস্য গৌতম গোস্বামীর প্রয়াসে এই পরিবারে আলো জ্বলে।
এই অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে সাহায্য করুন এই ব্যাঙ্ক একাউন্টে —
Central Bank of India
,Ghogomali Branch
Name and address of account holder: Mr. Jiten Sutradhar
Chayan para,Falbazar Road
Account no: 3832328819
IFSC code : CBIN0284223
যোগাযোগের জন্য ফোন নম্বর :9434826307

বিস্তারিত নিচের লিঙ্কে ——