রক্তের সঙ্কট মেটাতে হিলকার্ট রোডে বিশেষ আয়োজন

নিজস্ব প্রতিবেদন ঃ রক্তের সংকট মেটাতে শিলিগুড়িতে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি গ্রেটার ইউথ ও হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতি এই শিবিরের আয়োজন করে হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির হল ঘরে। রক্ত দান শিবিরের পাশাপাশি সেখানে বিনামূল্যে ডায়াবেটিস নির্নয় শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এর সঙ্গে খাদ্য সামগ্রী বিতরণেরও বিশেষ উদ্যোগ নেওয়া হয়।হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির কর্মকর্তা সনৎ ভৌমিক জানিয়েছেন, পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার তাদের শিবিরে উপস্থিত হয়ে সকলকে উৎসাহিত করেন। সেখানে উপস্থিত হয়েছিলেন এলাকার বর্তমান ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুশ্রী পাল এবং প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর নান্টু পাল। রক্তদান শিবির ঘিরে স্থানীয় যুবকদের মধ্যে বেশ উৎসাহ দেখা যায়। রক্তদান আন্দোলনের বহু পুরনো কর্মী তথা বিশিষ্ট সমাজসেবী পীযূষ কান্তি রায় সেখানে উপস্থিত হয়ে এই শিবিরকে সফল করতে সহায়তার হাত বাড়িয়ে দেন।
শনিবার হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এই শিবির ঘিরে উদ্দীপনা ছিলো অন্যরকম। এই শিবিরের জন্য সহযোগিতা করেছে শিলিগুড়ি তরাই লায়ন্স ব্লাড ব্যাংক। শহরে যেভাবে রক্তের সংকট দেখা দিয়েছে তা মেটাতেই এই শিবির অনুষ্ঠিত হয়েছে বলে জানায় আয়োজক সংস্থা। শিবির থেকে সংগৃহীত রক্ত শিলিগুড়ি তরাই লায়ন্স ব্লাড ব্যাংকে পাঠানো হয়।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-