আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বৃক্ষরোপন দিয়ে শিবমন্দির বি এড কলেজে পরিবেশ রক্ষার অনন্য অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদন ঃ  গাছ কেটে কেটে মানুষ নিজের পায়ে কুড়ুল মারছে।শুধু গাছ কেন,প্লাস্টিক দূষণের বিষয়েও মানুষ সচেতন হচ্ছে না।ফলে পরিবেশ বিপজ্জনক থেকে বিপজ্জনক হচ্ছে। চারপাশের নদীগুলো দূষিত হয়ে মরার পথে। বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে। মানুষ কি এই বাস্তুতন্ত্রের বাইরে? তাই পরিবেশ বাঁচাতে আজ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজে নামার সময় এসেছে। সোমবার অনেকটা এভাবেই পরিবেশ সচেতনতার ওপর তাঁর বক্তব্য মেলে ধরলেন বিখ্যাত পরিবেশ বিদ,নদী বিশেষজ্ঞ ও লেখক তুহিন শুভ্র মন্ডল। সবুজ শিক্ষক হিসেবে ইতিমধ্যে পুরস্কার পেয়েছেন তুহিনবাবু।তিনি সবুজ মঞ্চের রাজ্য নদী বাঁচাও কমিটির যুগ্ম আহ্বায়ক। পরিবেশ বাঁচাতে তাঁর লড়াই, তাঁর ভাবনা বহু স্থানে ছড়িয়ে পড়েছে।ব্যাঙ্ককেও তিনি পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সভায় বক্তব্য রেখে এসেছেন। এহেন পরিবেশবিদ সোমবার শিলিগুড়ি শিবমন্দির বি এড কলেজে সল্যুশন টু প্লাস্টিক পল্যুশন নিয়ে বক্তব্য রাখেন। বক্তব্যের মধ্যে নদী পুনরুজ্জীবন প্রসঙ্গও উঠে আসে।
পরিবেশ দিবসের কথা স্মরন করেই এদিন শিবমন্দির বি এড কলেজে বিভিন্ন অনুষ্ঠান হয়। শিবমন্দির বিএড কলেজ এলুমনি এসোসিয়েশন এই অনুষ্ঠানে পুরো সহযোগিতা করে। বি এড কলেজের বহু প্রাক্তনী তাতে যোগ দেন। অনুষ্ঠানে শুধু আলোচনাই নয়,বৃক্ষরোপনও হয়।সকলেই সেখানে বৃক্ষরোপন ছাড়াও প্লাস্টিক বর্জনের আলোচনা করেন।এমনকি সাংস্কৃতিক অনুষ্ঠানেও পরিবেশ রক্ষা করার বিভিন্ন আবেদন ফুটে ওঠে।অনুষ্ঠানে তুহিনবাবুর মতো পরিবেশবিদ ছাড়াও বিএড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডঃ নীতা মিত্র বক্তব্য রাখেন। তিনি স্বাগত ভাষন দেন।বক্তব্য রাখেন বি এড কলেজ এলুমনি এসোসিয়েশন এর সভাপতি ডঃ প্রতীপ বসু,সম্পাদক সুব্রত দত্ত। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক নিত্যগোপাল মন্ডল,অধ্যাপিকা ঋতুপর্ণা দাশগুপ্ত, ডঃ রত্না নন্দী,শিক্ষা কর্মী অরিন্দম মুখোপাধ্যায়। পরিবেশ রক্ষার আবেদন নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সকলের মন জয় করে নেয়।সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সোমা দাস। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দীপান্বিতা সেনগুপ্ত, সন্ধ্যা আচার্য, গার্গী ধর পুরকায়স্থ।নৃত্যে অংশ নেন অঙ্কিতা দত্ত, ভায়োলিনে কুহেলিকা দাস।ভাষ্য পাঠে ছিলেন জয়দীপ, শুভদীপ।সহযোগিতায় দীনেশ ও অপূর্বা।প্লাস্টিক দূষণের ওপর চিন্ময় সরকারের মূকাভিনয় বেশ ভালো হাততালি কুড়িয়ে নেয়।সবমিলিয়ে বৃক্ষা রোপনের সঙ্গে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে এদিন শিবমন্দির বি এড কলেজে এলুমনি এসোসিয়েশনর সহযোগিতায় যে বার্তা দেওয়া হয়েছে তা এককথায় অনন্য। এই অনুষ্ঠান থেকে বার্তা নিয়ে সর্বত্র শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধা সকলেই পরিবেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়লেই আগামী সভ্যতার জন্য তা মঙ্গলময় হব।আর এরপরও সব মানুষ এখনই পরিবেশের প্রতি ভালোবাসায় মেতে না উঠলে আগামীদিনগুলো হয়ে উঠতে চলেছে এক ধ্বংসময় অন্ধকার যুগ।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-