
নিজস্ব প্রতিবেদন ঃ নিঃশব্দে নীরবে এই চিকিৎসক শিলিগুড়িতে দিনের পর দিন বিনামূল্যে রোগী পরিষেবা দিয়ে চলেছেন। রোগী দেখা থেকে ওষুধ বিলি কোনো কিছুর জনই তিনি পয়সা নিচ্ছেন না। শিলিগুড়ির বহু গরিব মানুষের কাছে এই চিকিৎসক একটি জনপ্রিয় নাম।ডাঃ কিরিটি ভূষণ নন্দী। প্রতি রবিবার সকাল এগারোটা বাজলেই তিনি উপস্থিত হয়ে যাচ্ছেন শক্তিগড় গৌড়ীয় মঠে। যতক্ষন রোগী থাকে ততক্ষণ তাঁর সেবা চলে।সঙ্গে থাকেন তাঁর কম্পাউন্ডারও। ১৯৯৩ সাল থেকে ২০২৩,টানা ত্রিশ বছর ধরে শিলিগুড়ি শক্তিগড় কেশব গোস্বামী গৌড়ীয় মঠেই চলছে তাঁর বিরামহীন নিঃশুল্ক হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা। যেসব গরিব মানুষ পয়সা খরচ করে এলোপ্যাথি ডাক্তারের কাছে যেতে পারেন না তাঁরা বিনামূল্যে ডাক্তার নন্দীর ওষুধ খেয়ে ভালো আছেন।লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি তরাই ডাক্তার নন্দীকে শক্তিগড় মঠের ওই শিবির পরিচালনায় সহযোগিতা করছে।সহযোগিতা করছে মঠ কর্তৃপক্ষও।শুধু শক্তিগড় গৌড়ীয় মঠেই নয়, শিলিগুড়ি ও তার আশপাশের ১২টি স্থানে এভাবে ঘুরে ঘুরে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন এই চিকিৎসক। ১২টি স্থানে তাঁকে সপ্তাহে মোট ২৪ বার যেতে হয়,সর্বত্রই গরিব সাধারণের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা। ইস্টার্ন বাইপাসের শীতলা মন্দির থেকে খালপাড়া শীতলা মন্দির,ছোট ফাপড়ি রাধাকৃষ্ণ মন্দির,বাঘাযতীন কলোনি রাধাকৃষ্ণ মন্দির। শীত নেই,গ্রীষ্ম নেই, বর্ষা নেই — ডাক্তার কিরিটি ভূষণ নন্দী আছেন।
কলকাতা থেকে তিনি হোমিওপ্যাথি ডিগ্রি বি এইচ এম এস ডিগ্রি অর্জন করেছেন। পুরনো অনেক জটিল রোগ থেকে বহু মানুষ মুক্তি পেয়েছেন তাঁর ওষুধ খেয়ে। গৌড়ীয় মঠে রাধাকৃষ্ণ বিগ্রহ প্রনাম করে তাই বহু মানুষ তাঁকেও একবার প্রনাম করছেন।
কিন্তু শিলিগুড়ি বাবুপাড়ায় তার বাড়ি রয়েছে, স্ত্রী পুত্র রয়েছে তাঁর। বিনামূল্যে ওষুধ বিলিতো করছেন তিনি।কিন্তু এসবের পিছনেতো খরচ আছে? সেসব কোথা থেকে আসে, এই চিকিৎসক জবাব দেন,অনেক সময় কিছু মানুষ খুশি হয়ে ডোনেশন দেন।তা দিয়েই চলে যায় তবে গরিবদুঃখীদের থেকে কোনো ডোনেশন গ্রহণ করেন না তিনি।কিন্তু চিকিৎসার নামে চারদিকে যখন ব্যাপন ব্যবসা চলছে তখন কেন তিনি উল্টোপথে চলছেন,ডাক্তার নন্দীর জবাব,নবম শ্রেনীতে পড়ার সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম,কোনোদিন ডাক্তার হতে পারলে উজাড় করে সেবা দেবো।আজ ডাক্তারি পাশ করেছেন।তাই চলছে তাঁর বিরামহীন সেবা

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-