
নিজস্ব প্রতিবেদন ঃ নিজের জেলাকে জানো। নিজের ঐতিহ্যকে চেনো ‘ সার্টিফিকেট কোর্স শুরু পতিরাম যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজে

#দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটি ও পতিরাম যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজ যৌথভাবে ১৩ই জুন কলেজ পড়ুয়াদের জন্য শুরু করলো অ্যাড অন সার্টিফিকেট কোর্স। যার শিরোনাম ‘ নিজের জেলাকে জানো। নিজের ঐতিহ্যকে চেনো ‘ এদিন উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. রমেন ভদ্র, অধ্যাপক নির্মল দাস, দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির সভাপতি তুহিন শুভ্র মন্ডল, সম্পাদক দীপক মন্ডল, কলেজের ইতিহাস বিভাগের প্রধান ড. বিশ্বরূপ সাহা।
কলেজের সঙ্গে এই অ্যাড অন কোর্সের সমন্বয় করবেন হেরিটেজ সোসাইটির কো -অর্ডিনেটর বিশ্বজিত প্রামাণিক।
দ্বিতীয় পর্বে মূল বক্তা হিসাবে ছিলেন ইতিহাসের শিক্ষক ঝন্টু হালদার। তিনি
শতাব্দী প্রাচীন ইতিহাস, হাজার বছরের ঐতিহ্য, মন্দির -মসজিদ -গীর্জা, নাট্য প্রতিষ্ঠান, ঐতিহ্য মন্ডিত নদী, গমীরা – মুখোশের ঐতিহ্য, প্রাচীন থানা, বাণগড়ের গুরুত্ব ইত্যাদি নিয়ে আলোচনা করেন।
কলেজের ছাত্র -ছাত্রীরা প্রবল উৎসাহের সঙ্গে প্রশ্নোত্তর পর্বেও অংশ নেয়। ছাত্র মাধব রায় বলেন ‘ নিজেদের পতিরাম, নিজেদের জেলা সম্পর্কে অনেক কিছু জানতে পারছি। খুবই ভাল লাগছে। ‘।
দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির পক্ষে তুহিন শুভ্র মন্ডল, দীপক মন্ডলরা জানান ‘ ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিজেদের শেকড়ের পরিচয় তুলে ধরতেই এই আয়োজন ‘।
যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. রমেন ভদ্র, অন্যতম উদ্যোক্তা ড. নির্মল দাস বলেন ‘ ছাত্র – ছাত্রীদের সামনে এটা একটা অভিনব সুযোগ। ওরা ভবিষ্যতের জন্য তৈরি হোক আমরা এটাই চাই ‘।
উল্লেখ্য, এই কোর্সে কোনও ঐতিহাসিক স্থানে ফিল্ড ভিজিট রাখার চেষ্টা চলছে। মোট ত্রিশ ঘন্টার এই কোর্স শেষে শিক্ষার্থীদের শংসাপত্রও দেওয়া হবে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-