অসহায় বয়স্ক মায়েদের হাতে মাসের বাজার

নিজস্ব প্রতিবেদন ঃ  প্রতি মাসেই অসহায় মায়েদের হাতে মাসের বাজার তুলে দিচ্ছে শিলিগুড়ি এন্ড স্মাইল সোসাল ওয়েলফেয়ার সোসাইটি। সোসাইটির কর্মকর্তা তথা সমাজসেবী নবকুমার বসাক জানিয়েছেন, সংস্থার তরফে অসংখ্য ধন্যবাদ সকল মানুষকে যাদের সহযোগিতায় কিছু বয়স্ক মায়ের মুখে হাসি ফোটানো সম্ভব হচ্ছে ।শিলিগুড়িবাসীর দেওয়া অনুদান পেয়ে এন্ড স্মাইল পরিবার অসহায় মায়েদের জন্য চাল, ডাল, তেল , সোয়াবিন , ও সবজি তুলে দিচ্ছে অসহায় মায়েদের হাতে। আপনারাও চাইলে সহযোগিতার হাত বাড়াতে পারেন ।যোগাযোগ করুন 079088 46581 এই নম্বরে।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-