চিকিৎসকদের স্বাস্থ্য ভালো রাখার আবেদন চিকিৎসক সংগঠনের

নিজস্ব প্রতিবেদন ঃ চিকিৎসকরা নিয়মিত ব্যায়াম করুন।চিকিৎসকরা শত ব্যস্ত হলেও সকালে মর্নিং ওয়াক বা বিকালে ইভনিং ওয়াক করুন।চিকিৎসকরা নিয়ম মেনে সুষম খাদ্য গ্রহণ করুন।তার সঙ্গে অতিরিক্ত মানসিক চাপ যাতে না পড়ে সেদিকেও নজর রাখুন চিকিৎসকরা। আগামী পয়লা জুলাই চিকিৎসক দিবসকে সামনে রেখে সমস্ত চিকিৎসকের উদ্দেশ্যে এইসব আবেদনই জানালেন ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশনের শিলিগুড়ি শাখার সম্পাদক ডাঃ রাধেশ্যাম মাহাতো।শিলিগুড়িতে আই এম এর সদস্য সংখ্যা রয়েছে চারশোর কিছু বেশি। সকল ডাক্তারের কাছে আই এম এ সম্পাদক বলছেন, ডাক্তারবাবুরা নিজেরা অসুস্থ হয়ে পড়লে তারা ভালো ভাবে রোগী পরিষেবা দিতে পারবেন না।চিকিৎসকরা ভালো থাকলে রোগীরাও ভালো থাকবেন।তাই সব চিকিৎসক রোগী দেখার সঙ্গে সঙ্গে নিজেদের শরীর স্বাস্থ্যের প্রতিও যাতে নজর দেন তার জন্য বিশেষ আবেদন জানিয়েছেন ডাক্তার মাহাতো।তিনি আরও জানিয়েছেন, পয়লা জুলাই এবং ২রা জুলাই দু’দিন ধরে এবার তাদের চিকিৎসক দিবসের অনুষ্ঠান হবে। পয়লা জুলাই শিলিগুড়ির একটি হোটেলে তাঁরা আইএম এর তরফে রোগ সচেতনতা শিবিরের আয়োজন করবেন।স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করবেন তাঁরা। ২ জুলাই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অডিটোরিয়ামে তাঁরা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রয়াস নিচ্ছেন। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন চিকিৎসক সঙ্গীত,নৃত্য, আবৃত্তিতে অংশ নিতে পারেন।
শিলিগুড়ি ও তার আশপাশে ভুয়ো ডাক্তারের সমস্যা ঠেকাতে প্রশাসনিক নজরদারিরও আবেদন জানিয়েছেন আই এম এর শিলিগুড়ি শাখার সম্পাদক