চোখের ছানি অপারেশন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা

নিজস্ব প্রতিবেদন ঃ  চোখের ছানি অপারেশন নিয়ে অনেকের আজও বহু প্রাচীন ধ্যানধারনা রয়েছে। অনেকের মধ্যে এখনো পুরনো ধারনা রয়েছে যে গরমে ছানি অপারেশন করানো যাবে না,শীতকাল এলে ছানি অপারেশন করাতে হবে।কিন্তু এইসব মানুষেরা জানেন না চোখের চিকিৎসা বিজ্ঞান এখন অনেক উন্নত হয়েছে। চোখের ছানি অপারেশনে অনেক আধুনিক যন্ত্রপাতি চলে এসেছে। এখনকার এই পোস্টে ছানি অপারেশন নিয়ে মূল্যবান কিছু বক্তব্য মেলে ধরেছেন শিলিগুড়ি বর্ধমান রোডের দ্য হিমালয়ান আই ইন্সটিটিউটের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সুপ্রতীক ব্যানার্জী।এই পোস্টে ছানি অপারেশন নিয়ে ডাঃ সুপ্রতীক ব্যানার্জীর বক্তব্যতো শুনবেন কিন্তু তার আগে এই চ্যানেলের লাইক,ফলো এবং সাবস্ক্রাইব বাটনটি অন করে উৎসাহিত করুন খবরের ঘন্টাকে।আর এই পোস্টটি ভালো লাগলে আরও দশজন মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য এই পোস্টটি বেশি বেশি করে সবাই মিলে শেয়ার এবং কমেন্ট করুন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —