
নিজস্ব প্রতিবেদন ঃ বাড়ির কাছে বিয়ে বাড়ির শোভাযাত্রা বা কোনো অনুষ্ঠানে খুব ডিজে বাজছে বুঝি। সেই উৎসব অনুষ্ঠান ঘিরে দুমদাম করে খুব বাজিপটকা বাজঝে বুঝি।হ্যাঁ,এমনটা হলে একটু কিন্তু সাবধান হয়ে যান।অন্তত আপনার ঘরের শিশু বা বয়স্ক মানুষকে সেসব ডিজে বা বাজিপটকার আওয়াজের সামনে যেতে দেবেন না।কানের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত শব্দ অনেক সময় কানের ক্ষতি করে বধির করে দিতে পারে। অতিরিক্ত শব্দ দূষণ বাড়ছে আমাদের সমাজে।আর শব্দ দূষণ থেকে কানতো বটেই আরও অনেক শারীরিক সমস্যা তৈরি করছে।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ই এন টি বিভাগের প্রধান তথা বিশিষ্ট নাক কান ও গলা বিশেষজ্ঞ ডাঃ রাধেশ্যাম মাহাতো এমন তথ্যই জানাচ্ছেন। তিনি আরও জানাচ্ছেন, ট্রাফিক জ্যামে যেখানে অহতুক গাড়ির হর্ন ব্যবহার করার প্রয়োজন নেই কিন্তু তবুও অনেকে অহেতুক হর্ন বাজিয়ে চলেছে। এই অতিরক্ত হর্নের কুপ্রভাব পড়ছে আমাদের শরীরে। পরিবেশের সমস্যা এভাবে অনেক রোগের জন্ম দিয়ে চলেছে আমাদের শরীরে। ডাক্তার রাধেশ্যাম মাহাতো বলেন, যেখানে ভিড় আছে বা ধুলোবালি বেশি সেখানে গেলে একটু নাকে মুখে মাস্কটা বেঁধেই নিন না,ডাস্ট এলার্জি থেকে নাকে মুখে এমনকি ফুসফুসের সমস্যা তৈরি করতে পারে। আপনার বাড়ির আশপাশে বিষাক্ত পার্থেনিয়াম গাছ নেইতো? বিষাক্ত পার্থেনিয়ামও কিন্তু রোগের জন্ম দেয়।এলার্জি থেকে শ্বাসকষ্ট, তাই আজই নেমে পড়ুন পার্থেনিয়াম উচ্ছেদ।আজ খবরের ঘন্টার এই পোস্টে নাক কান গলার বিভিন্ন রোগ নিয়ে আপনাদের সামনে তাঁর মূল্যবান পরামর্শ মেলে ধরলেন বিশিষ্ট ই এন টি বিশেষজ্ঞ ডাঃ রাধেশ্যাম মাহাতো।
কি বললেন,ডাক্তারবাবু, তাতো শুনবেন।তার আগে আমাদের এই চ্যানেলের লাইক, ফলো এবং সাবস্ক্রাইব বাটনটি অন করে দিন অনুগ্রহ করে। আর পোস্টটি ভালো লাগলে আরও দশজন মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য এই পোস্টটি বেশি বেশি করে সবাই মিলে শেয়ার এবং কমেন্ট করুন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন ——