রাজ আমলের মন্দির থেকে মাসির বাড়ি গেলেন মদনমোহন

নিজস্ব প্রতিবেদন ঃ  ঐতিহ্যমন্ডিত রাজ আমলের মদনমোহন মন্দির থেকে রথে চড়ে মাসির বাড়ি গেলেন মদনমোহন। মঙ্গলবার বিকেল ৪ টা ৫৫ মিনিটে মদনমোহন মন্দিরের সামনে থেকে ওই রথযাত্রার শুভ সূচনা হয়। কোচবিহারের জেলাশাসক তথা দেবোত্তর ট্রাস্ট বোর্ড এর সভাপতি পবন কাদিয়ান দড়ি টেনে এই রথযাত্রার শুভ সূচনা করেন। মদনমোহন মন্দিরের সামনে এই রথযাত্রা উপলক্ষে প্রচুর ভক্তের ভিড় উপচে পড়ে । মদনমোহন মন্দির থেকে গুঞ্জ বাড়ির ডাঙ্গরাই মন্দিরে মাসির বাড়ি যান কোচবিহারবাসির প্রাণের ঠাকুর মদনমোহন। আগামী সাতদিন গুঞ্জবাড়ির ডাঙ্গরাই মন্দিরে মাসির বাড়িতে থাকার পর আবার মদনমোহন মন্দিরে ফিরে আসবেন রাজ পরিবারের কুল দেবতা মদনমোহন। আর এই সাত দিন ধরে গুঞ্জবাড়িতে রথের মেলা চলবে ।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-