
নিজস্ব প্রতিবেদন ঃ বিশ্ব সঙ্গীত দিবস উদযাপনের অঙ্গ হিসাবে ২১শে জুন থেকে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে শুরু হয়েছে নানাবিধ সঙ্গীত নৃত্য আবৃত্তির অনুষ্ঠান। বৃহস্পতিবার ২২শে জুনও ছিলো সেই অনুষ্ঠান। অনুষ্ঠানের নাম ছিলো শতফুলে সলিল। মৃনাল সেন সলিল চৌধুরী উদযাপন কমিটি এই অনুষ্ঠান আয়োজন করে। বুধবার কাওয়াখালির নর্থবেঙ্গল হ্যান্ডিক্যাপড রিহ্যাবিলিটেশন সোসাইটি, শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়, আনন্দধারা সঙ্গীত একাডেমি সহ আরও অনেকেই অনুষ্ঠানে অংশ নেয়। বৃহস্পতিবার বিভিন্ন শিল্পীর সঙ্গে পাঞ্চালি চক্রবর্তী, নির্মল গাঙ্গুলি, অর্পিতা দে সরকারও অংশ নেন অনুষ্ঠানে ।আবৃত্তি নৃত্য সঙ্গীতে দুদিনের ওই অনুষ্ঠান বেশ জমজমাট হয়ে ওঠে।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —