থ্যালাসেমিয়া আক্রান্তদের প্লীহা কেটে বাদ দেওয়ার অপারেশন করতে রাজি লায়ন্স ক্লাব কিন্তু শল্য চিকিৎসক কোথায়

নিজস্ব প্রতিবেদন ঃ  রক্তের অপচয় ঠেকাতে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের প্লীহা কেটে বাদ দেওয়ার অপারেশন শুরু করতে কোনো আপত্তি নেই লায়ন্স ক্লাবের।শিলিগুড়ি জেলা হাসপাতালে একসময় দু’জন শল্য চিকিৎসক থ্যালাসেমিয়া আক্রান্তদের প্লীহা কেটে বাদ দেওয়ার অপারেশন করতেন।সেই অপারেশনের জেরে গোটা রাজ্যে দৃষ্টান্ত হয়ে উঠেছিল শিলিগুড়ি জেলা হাসপাতাল।কিন্তু ওই দু’জন শল্য চিকিৎসক হাসপাতালের চাকরি ছেড়ে দেওয়ায় ওই অপারেশন মুখ থুবড়ে পড়ে। তারপর নতুন করে আর কোনো শল্য চিকিৎসক এই অপারেশন করতে রাজি হননি।রক্তদান আন্দোলনের বিশিষ্ট সমাজসেবী পীযূষ কান্তি রায় ওরফে পিন্টু জানিয়েছেন, থ্যালাসেমিয়া আক্রান্তদের ঘন ঘন রক্ত দিতে হয়।রক্ত নিতে নিতে তাদের প্লীহা বড় হয়ে যায়। তাই প্লীহা কেটে বাদ দিলে এক মাস পনেরো দিন পর ঘন ঘন রক্ত নেওয়ার প্রয়োজন হবে না। এক মাস দুমাসের জায়গায় এক দুবছর বাদে একবার রক্ত নিতে হবে। এতে রক্ত যেমন অনেক বাঁচে তেমনই থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী ও তাদের পরিবার অনেক হয়রানি থেকে বাঁচে। যাদের অর্থ আছে তারা তাদের পরিবারে কারও থ্যালাসেমিয়া থাকলে বাইরে থেকে অর্থ খরচ করে প্লীহা কেটে বাদ দেওয়ার অপারেশন করে নিতে পারেন সহজেই। কিন্তু যাদের অর্থ নেই তাদের বেশি কষ্ট। এই অবস্থায় লায়ন্স ক্লাব প্লীহা কেটে বাদ দেওয়ার অপারেশন করতে উদ্যোগ নিতে চায়।কিন্তু এরজন্য লায়ন্স ক্লাবও সেই রকম শল্য চিকিৎসক খুঁজছে। লায়ন্সের কর্মকর্তা লায়ন সুরেশ সিনহল এই খবর জানিয়েছেন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —