ভুয়ো বাবা-মা তৈরি করে ভারতীয় নাগরিক! গ্রেপ্তার নেপালের তরুন

নিজস্ব প্রতিবেদন : ভুয়ো ভোটার কার্ড ও আধার কার্ডতো আছেই। এমনকি ভুয়ো বাবা- মা-ও তৈরি করেছিলে।নেপালের সেই ব্যক্তি।উদ্দেশ্য একটাই যেনতেন প্রকারেন ভারতের নাগরিকত্ব গ্রহণ করা। কিন্তু রাজ্য পুলিশ এবং তাদের গোয়েন্দা শাখা ডি আই বিও সচেতন শেষমেষ নেপালের সেই যুবক পুলিশের হাতে ধরা পড়ল । সোমবার রাত এগারোটা নাগাদ নকশালবাড়ি থানার ডিআইবি দপ্তর ওই যুবককে গ্রেপ্তার করে । ধৃতের নাম গোপাল খরকা, বয়স ৩৪। সে নেপালের ঝাপা জেলার মেচি নগরের বাসিন্দা ।
ভারতীয় ভোটার কার্ড, আধার সহ পাসপোর্টের জন্য আবেদন করেছিলো এই গোপাল খরকা। সেই অনুযায়ী সোমবার নকশালবাড়ি থানায় পাসপোর্টের যাবতীয় নথিপত্র যাচাইয়ের জন্য আসেন তিনি। কিন্তু ডিআইবি দপ্তরের আধিকারিকদের তার নথিপত্র নিয়ে সন্দেহ হয়।এরপর শুরু প জিজ্ঞাসাবাদ। আর তাতেই বেরিয়ে আসপ আসল তথ্য । তার কাছ থেকে উদ্ধার হয় নেপালের পরিচয় পত্র এবং পাসপোর্ট ।
শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির ফাকনাজোতের এক আদিবাসী দম্পতিকে ভুয়ো বাবা-মা তৈরি করে দালাল এর মাধ্যমে এই নেপালের নাগরিক বছর দুয়েক আগে ভোটার ও আধার কার্ড তৈরি করে ফেলে। এরপর নেহাল রাউতিয়া নাম দিয়ে ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করে। কিন্তু মিথ্যা চালাকি ধরা পড়ে একসময়।
ডিআইবি দপ্তরে নথিপত্র যাচাই করাতে গিয়ে ধরা পড়ে যায় গোপাল। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন নকশালবাড়ির ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স অফিসার । পুলিশ তাকপ গ্রেপ্তার করেছে। কিন্তু কী তার উদ্দেশ্য ছিল, ভারত বিরোধী কোনো চক্রান্তের ছকইবা তার ছিলো কিনা সব দিক নিয়ে
তদন্ত শুরু করেছে পুলিশ ।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —