
নিজস্ব প্রতিবেদন ঃ বাঁচতে চায় শিবানী পাল ।
এনজেপি সূর্যসেন কলোনি ডি ব্লকের মধ্যে পড়ে ৩৩ নম্বর ওয়ার্ড। সেই ওয়ার্ডের বাসিন্দা শিবানি পাল জটিল ক্যান্সার রোগে আক্রান্ত। সাত মাস আগে ধরা পড়েছে সেই রোগ। চিকিৎসা শুরু করেছেন তার স্বামী রতন পাল। কিন্তু সামপ ছোট্ট চাওমিন এর দোকান করে সংসার চালান রতন পাল। সেই চাউমিন বিক্রি করে একদিকে সংসার, আরেকদিকে স্ত্রীর মারন রোগ ক্যান্সারের চিকিৎসা তিনি শুরু করেছেন। একটি মাত্র কন্যা সন্তান রয়েছে তাদের। এখন চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন এই জটিল ক্যান্সার রোগের চিকিৎসার জন্য বাইরে নিয়ে যেতে হবে তার শিবানি পালকে। কিন্তু বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর জন্য দরকার প্রায় সাত লক্ষ টাকা। এত টাকা সামান্য চাওমিন বিক্রি করে
কোথা থেকে আনবেন তা নিয়ে চিন্তিত রতন পাল। তাই কোন সহৃদয় ব্যক্তি বা কোন স্বেচ্ছাসেবী সংস্থা যদি শিবানী পালের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দেন, তাহলে খুব উপকার হয়,স্ত্রীকে বাঁচানো সম্ভব হবে বলে রতন পাল জানিয়েছেন।
যোগাযোগ নাম্বার -৯৮৩২৪৯০৭৫২। শিবানি পালের ছোট্ট এক শিশু কন্যা রয়েছে। অল্প বয়সে এই শিশু কন্যা যাতে মাতৃহারা না হয় তারজন্য সকলের মানবিক সহযোগিতা চায় এই পরিবার।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-
