বর্ষ পূর্তিতে হনুমান মন্দিরে পুজো,আরও মানবিক ও সামাজিক কাজের শপথ এই সংস্থার

নিজস্ব প্রতিবেদন ঃ বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে গ্লোবাল হিউম্যান রাইটস পিস ফাউন্ডেশন। ২০২২ সালের এই বিশেষ দিনে এই স্বেচ্ছাসেবী সংস্থার পথ চলা শুরু হয়েছিল। এই একবছরে বিভিন্ন সমাজসেবামূলক কাজ চালিয়ে অনেকের মধ্যে দাগ কেটেছে এই সংস্থা। এরমধ্যে বিভিন্ন প্রতিভা ও মেধাবীদের স্বীকৃতি প্রদান যেমন রয়েছে তেমনই অসহায় বিবাহযোগ্যা দুঃস্থ মেয়ের বিয়ের বন্দোবস্ত করা, দুঃস্থদের মধ্যে বস্ত্র দান খাদ্য বিতরণ,রাস্তায় পড়ে থাকা হতদরিদ্র অসহায় মানুষকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার বন্দোবস্ত করা সহ আরও বহু কর্মসূচি রয়েছে। একবছর পূর্তিকে সামনে রেখেও সেই কর্মসূচি অব্যাহত রাখলো এই সংস্থা। বুধবার শিলিগুড়ি মাল্লাগুড়ির সঙ্কটমোচন হনুমান মন্দিরে সংস্থার মহিলা সদস্যারা সকলের মঙ্গল কামনায় নপুজো দেন।তার সঙ্গে আগামীতে মানুষের সেবায় আরও কিভাবে ভালো ভালো কাজ করা যায় তারজন্য তাঁরা এদিন আলোচনা এবং প্রার্থনা করেন।এরপর এলাকার বিভিন্ন মানুষের মধ্যে খিচুড়ি ও লাবড়া প্রসাদ বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সংস্থার জাতীয় সভাপতি দীপিকা বন্দ্য, জাতীয় সাধারণ সম্পাদক বিন্দু শর্মা, কোষাধ্যক্ষ শম্পা সরকার, সহ সভাপতি পম্পা রায়,প্রীতি গুপ্তা, আহ্বায়ক সারিকা গুপ্তা,গায়ত্রী শর্মা,সাগরিকা তেওয়ারি প্রমুখ। অনুষ্ঠানে সন্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক জ্ঞানেন্দ্র দাহাল,সমাজসেবী পদম ছেত্রী, উত্তম গুরুং,শম্ভু রাই প্রমুখ। সংস্থার জাতীয় সাধারণ সম্পাদক বিন্দু শর্মা এক প্রেস বিবৃতিতে এইসব খবর জানিয়ে বলেছেন, আগামীদিনে তাঁরা যাতে আরও বেশি করে সামাজিক ও মানবিক সেবামূলক কাজ করতে পারেন সেজন্য এদিন হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা করেছেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —