
নিজস্ব প্রতিবেদন ঃ রাজ্য জুড়ে শুরু হয়েছে বন মহোৎসব। গাছের যে কি অপরিসীম গুরুত্ব তা আর নতুন করে বলার নেই। এই বন মহোৎসবকে সামনে রেখেই শিলিগুড়ি পূর্ব বিবেকানন্দ পল্লী সংহতি মোড় এলাকার দেবগীতা এপার্টমেন্ট থেকে মঙ্গলবার বিলি করা হলো ২০০ গাছের চারা। স্বেচ্ছাসেবী সংস্থা শিলিগুড়ি এন্ড স্মাইল সোসাল ওয়েলফেয়ার সোসাইটি এই বিশেষ কর্মসূচি গ্রহণ করে। অভুক্ত মানুষদের মধ্যে নিয়মিত খাদ্য বিতরণ ছাড়াও বস্ত্র হীনদের মধ্যে নিয়মিত বস্ত্র বিতরণ করে এই সংস্থা। কিন্তু এসবের সঙ্গে সঙ্গে এই সংস্থার সদস্যরা পরিবেশের কথাও চিন্তা করেন।সেই কারনে এদিন তাঁরা তাদের কার্যালয় সংহতি মোড়ের দেবগীতা এপার্টমেন্ট থেকে বিলি করেন গাছের চারা। শিলিগুড়ি হাকিমপাড়ার বিবেকানন্দ হাইস্কুল চত্বরে বৃক্ষরোপন করার জন্য শিক্ষক শিক্ষিকাদের হাতেও কিছু গাছের চারা তুলে দেয় ওই সংস্থা। দেবগীতা এপার্টমেন্টে আয়োজিত সেই গাছ বিলির অনুষ্ঠানের সময় শিলিগুড়ি তরাই কোচিং সেন্টার এবং ফুলবাড়ি লাগোয়া জমিদারপাড়ার জনপ্রিয় কোচিং সেন্টারের ৭০ জন খুদে ছেলেমেয়ের হাতেও এদিন ওই সংস্থা জার্সি তুলে দেয়। সেই অনুষ্ঠানে পুরসভার মেয়র পরিষদ সদস্য তথা ওয়ার্ড কাউন্সিলর দুলাল দত্ত ছাড়াও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবী সংস্থার তরফে সমাজসেবী নবকুমার বসাক জানিয়েছেন, খাদ্য বিতরণ, বস্ত্র বিতরণ থেকে শুরু করে সমাজসেবামূলক কাজ ছাড়াও পরিবেশের জন্যও তাঁরা কাজ করেন।তাঁরা চান আগামী প্রজন্মের জন্য এক দূষণ মুক্ত এক পরিবেশ। তাদের সঙ্গে যোগাযোগের নম্বর 7908846581
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —–
